দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ইয়াহহিয়া আখতারকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন উপাচার্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবেন। এছাড়াও শিক্ষকরা মনে করেন, শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন করা প্রয়োজন।