শেনচেনে ময়লার ভাগাড় রূপান্তরিত হচ্ছে উদ্ভাবনের কেন্দ্র হিসেবে
চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের লুওহু জেলার ইয়িনহু পাহাড়ের পাদদেশে একসময় শহরের সবচেয়ে বড় ময়লার ভাগাড় ইউলং ল্যান্ডফিল অবস্থিত ছিল। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই ভাগাড় ১৯৯৭ সালে বন্ধ হয়। প্রায় ২৫ লাখ ঘনমিটার বর্জ্য জমে থাকা এই জায়গা দুই দশক ধরে শহরের কলঙ্ক হিসেবে পরিচিত ছিল। খবর সিএমজির।