উত্তরাঞ্চলগামীদের-ঈদযাত্রা

ঈদের সময় সড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদযাত্রায় দুর্ঘটনার হার কমিয়ে আনতে ঈদুল আযহার আগে ও পরে সড়ক, মহাসড়কে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানজট কমাতে সম্ভব্য স্থান চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি।

শেষ মুহূর্তে বাড়ি ফিরতে প্রাণপণ চেষ্টা

শেষ মুহূর্তে বাড়ি যেতে মানুষের প্রাণপণ চেষ্টা। বাসের ছাদ, ট্রাক কিংবা ট্রেনে ঝুলে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। বাসে যেমন অতিরিক্ত ভাড়া তেমনি ট্রেনে টিকেট না পাওয়া। তবুও বাড়ি ফিরতে হবে নাড়ির টানে। যদিও ভোগান্তি পিছু ছাড়েনি বাসে কিংবা ট্রেনে।

উত্তরের ঈদযাত্রায় নেই চিরচেনা ভোগান্তি

ঈদযাত্রায় বাস, লঞ্চ, ট্রেনে ভিড় বেড়েছে। তবে এবার উত্তরের ঈদযাত্রায় নেই চিরচেনা ভোগান্তি, কোথাও ধীরগতি, কোথাও আবার কিছু সময়ের জন্য যানজট দেখা গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা স্বাভাবিক হতে দেখা গেছে।