প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। নেতৃত্ব সক্ষমতার প্রমাণ দিতে না পারলেও প্রার্থিতা ছাড়তে চাইছেন না জো বাইডেন। এতে নড়বড়ে হচ্ছে ডেমোক্র্যাট শিবির। তাই সংকট মোকাবিলায় বাইডেন ছাড়া বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর কথা ভেবে রেখেছে দলটি। অন্যদিকে রাজনৈতিক লড়াইয়ে মুখের বুলি দিয়ে এগিয়ে থাকলেও, ট্রাম্প নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অযোগ্য বলে মনে করছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ।