ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজ না খেললেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত
ইনজুরির কারণে খেলছেন না উইন্ডিজ সিরিজে, অথচ এনসিএলে ঠিকই টানা ম্যাচ খেলে যাচ্ছেন টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া নাকি জাতীয় দল, কোনটা গুরুত্বপূর্ণ? ক্রিকেট মহলে তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন, ঝুঁকি না নিতেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শান্তকে।