সাধারণ মানুষ তো বটেই চট্টগ্রামে ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছেনা পুলিশ কিংবা আইনজীবীও। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। চট্টগ্রামের দেড়শটি বিপণি বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার বাধ সাধছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের।