রোনালদোর ধর্মান্তর নিয়ে গুঞ্জন
আকাশ ছুঁতে চাওয়া ট্রেডমার্ক সেলিব্রেশন সিইউ থেকে অবনত মস্তকে সেজদাহ! সময়ের পরিক্রমায় মুসলিম সংস্কৃতির সাথে ক্রমান্বয়ে রোনালদোর সম্পৃক্ততা বেড়েই চলেছে। বিগত বছরগুলোয় রোনালদোকে ঘিরে অবধারিত কৌতূহল; তিনি ধর্মান্তরিত হয়েছেন নাকি হননি? তবে এতদিন শক্তপোক্ত প্রমাণ পাওয়া না গেলেও এবার জোরালো দাবি তুলেছেন রোনালদোরই সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ।