হিজবুল্লাহ'র ডিভাইসে কীভাবে বিস্ফোরক এলো!
তিন দশক আগে যেভাবে হামাসের প্রধান বোমা বিশেষজ্ঞকে হত্যা করেছিল ইসরাইল, সেই একই কায়দায় এবার হামলা চালালো লেবাননে। আমদানিকৃত পাঁচ হাজার পেজারে বিস্ফোরক ঢোকানোর কাজটি করে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের, দাবি হিজবুল্লাহ'র। জটিল এ অভিযানে ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর আগেই প্রতিটি পেজারে তিন গ্রাম করে বিস্ফোরক ঢোকায় মোসাদ গোয়েন্দারা। হিজবুল্লাহ'র ওপর এ হামলা আরও বড় কিছুর আভাস বলে মত বিশেষজ্ঞদের।