রমজানে বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা
রোজা-ঈদ আর গ্রীষ্ম সব বিষয় মাথায় রেখে ঈদমার্কেটে কেনাকাটায় ক্রেতারা ঝুঁকছেন ইলেকট্রনিক্স পণ্যের দিকে। পণ্য কিনে নানা সুবিধা ও মিলিয়নিয়ার হওয়ার স্বপ্নে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোয় ক্রেতাদের পছন্দের শীর্ষে পৌঁছেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। মূল্য পরিশোধের সহজ শর্ত, হোম-ডেলিভারি, ওয়ানস্টপ সলিউশনের মত একাধিক সুবিধা থাকায় গ্রাহকরা ভিড় করছেন শো-রুমে।