বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমাতে পশ্চিমবঙ্গের পুকুরে চাষ হচ্ছে ইলিশ
মাছের রাজা ইলিশের জন্য বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চায় ভারত। শুধু তাই নয়, ইলিশ পেতে নদী বা সমুদ্রের সীমিত উৎস কিংবা সারা বছর বর্ষার মৌসুমের দিকেও তাকিয়ে থাকতে চায় না দেশটি। তাই পুকুরের আবদ্ধ জলে ইলিশের পরীক্ষামূলক চাষ শুরু করেছেন পশ্চিমবঙ্গের মৎস্যবিদরা। দাবি করছেন, উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বলে শিগগিরই সারা বছর হাতের নাগালে মিলবে ইলিশ।