তীব্র তাপপ্রবাহেও স্পেনে পর্যটকদের ঢল
গ্রীষ্মের তাপপ্রবাহ উপেক্ষা করেই পযর্টকদের ঢল নেমেছে স্পেনে। স্প্যানিশ দ্বীপ ইবিজায় নাইটলাইফ উপভোগ ও সাগরের নোনাজলে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন হাজারো ভ্রমণপিপাসু মানুষ। ভূমধ্যসাগরের আইবেরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত স্প্যানিশ দ্বীপ ইবিজা। ভ্যালেন্সিয়া শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের এই শহরে যেন বইছে উৎসবের আমেজ।