ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ৩টি পরিকল্পনা জ্বালানি বিভাগের। প্রাথমিকভাবে সিএনজি ও এলএনজি করে ঢাকায় আসবে গ্যাস, এর পর পাইপলাইনে পাঠানো হবে দক্ষিণাঞ্চলে। তবে, এলএনজি সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা।