জাতীয় ঈদগাহ ছাড়াও এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। মুঘল আমলের মতো ঈদের উৎসবকে আড়ম্বরপূর্ণ করতে জামাতের পর হবে ঈদ মেলা, হবে ঈদ মিছিলও। অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টিসহ নানা খাবারের আয়োজন। ঈদের জামায়াতের প্রস্তুতি কতটা, আবহাওয়া-ই বা কেমন থাকবে?