আগামী বছর হোমওএসচালিত স্মার্ট ডিসপ্লে আনবে অ্যাপল
অ্যামাজনের ইকো ও গুগল নেস্টের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দীর্ঘ সময় ধরে স্মার্ট ডিসপ্লে তৈরিতে কাজ করছে অ্যাপল। সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী, আগামী বছর এ ডিভাইস প্রকাশ্যে আসতে পারে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে হোমওএস থাকবে।