অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। তবে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সেক্ষেত্রে মেয়াদ আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল–জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে, আগামীতে নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছরের জায়গায় ৪ বছর করা হতে পারে বলেও জানান তিনি।