ফরমুলা ওয়ান পরিচালক বার্ন একলেস্টন প্রায় ৪০০ মিলিয়ন ডলারের গাড়ি বিক্রি করছেন
সাবেক ফরমুলা ওয়ান পরিচালক বার্ন একলেস্টন প্রায় ৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের গাড়ি বিক্রি করছেন। তাঁর রয়েছে ফরমুলা ওয়ান ইতিহাসের দুর্লভ বিশাল গাড়ি বহর। ফেরারির ১ম ফরমুলা ওয়ান গাড়ি থেকে শুরু করে ব্রাভামের ফ্যান ফেভারিট গর্ডন মারি অটোমোটিভের গাড়িও আছে এই তালিকায়। ইউনিক ডিজাইন ও চ্যাম্পিয়নশিপ জেতা প্রায় ৭০ টা গাড়ি প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য।