সমরাস্ত্র ও লোকবল সংকটে ইউক্রেনের সেনারা
অস্ত্র, গোলাবারুদ ও লোকবল সংকটের অভিযোগ তুলেছেন দোনেস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা। মার্চের শুরু থেকে রাশিয়া ইউক্রনের পূর্বাঞ্চলীয় এই শহরটিতে স্থলাভিজান জোরদার ও নজরদারি বাড়ানোয়, জঙ্গলের ভেতর আত্নগোপন করতে বাধ্য হচ্ছে আর্টিলারি ইউনিটের সেনা সদস্যরা। তারা বলছেন, সমন্বয়হীনতার অভাবে দোনেস্কে নিজেদের অবস্থান হারাতে পারে ইউক্রেন।