গৃহযুদ্ধের মধ্যেই সেনাসমর্থিত ইউএসডিপির জয়, নির্বাচন মানছে না আসিয়ান
গৃহযুদ্ধ তীব্রতর হতে থাকার মধ্যেই, সাধারণ নির্বাচনে সেনাসমর্থিত ইউএসডিপি'র জয় ঘোষণা করলো মিয়ানমার। সেনাবাহিনীই ক্ষমতায় থেকে যাওয়ায় একে প্রহসনের নির্বাচন আখ্যা দিচ্ছেন সমালোচকরা। আপাতত নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না আঞ্চলিক জোট আসিয়ান। সতর্কতার সঙ্গে নেইপিদোর সাথে যুক্ত হওয়ার প্রস্তাব থাইল্যান্ডের।