প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ সামরিক পদ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে অপসারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সেনাবাহিনীর উচ্চপদস্থ আরও পাঁচ কর্মকর্তার পদ অদল-বদলের পরিকল্পনা আছে তার। এমনকি ট্রাম্প প্রশাসনের নির্দেশে আগামী সপ্তাহে অন্তত সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে পেন্টাগন। এদিকে ইউএসএআইডি'র কর্মী ছাঁটাই বন্ধে ইউনিয়নের আপিল খারিজ করেছেন ফেডারেল আদালত।