আড়ংয়ের আয়োজনে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব’
আড়ং আয়োজিত “উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব” হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ কারুশিল্প ঐতিহ্যের কারিগর ও তাদের শিল্প উদযাপনের এক বর্ণিল উৎসব। এই ডিসেম্বর জুড়ে আড়ং তেজগাঁও আউটলেট রূপ নেবে এক প্রাণবন্ত উৎসবস্থলে যেখানে কারুশিল্পী, ক্রেতা এবং কমিউনিটি একসাথে উদযাপন করবে জামদানি, নকশীকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, গহনা, রিকশা আর্টসহ নানা কারুশিল্প। প্রায় পাঁচ দশক ধরে আড়ংকে সংজ্ঞায়িত করে আসা গ্রামীণ কারুশিল্পীদের দক্ষতা ও গল্পকে এই আয়োজন বিশেষভাবে তুলে ধরবে। উৎসবের দিনগুলোতে আড়ং তেজগাঁও আউটলেট রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।