ক্রিকেটার তৈরির নতুন পথে বিসিবি; নজর এবার পাইপলাইনে
দেশের তরুণ প্রজন্মের কাছে ক্রিকেটের ব্যাপক আগ্রহ থাকলেও ক্রিকেটার হয়ে ওঠার পথ যেন অনেকটাই কঠিন। বয়সভিত্তিক ক্রিকেটের বাইরে নতুন খেলোয়াড় তৈরি আর অনুসন্ধানে বিসিবির উদাসীনতার অভিযোগ বেশ পুরাতন। তবে ধীরে ধীরে বদলাচ্ছে সে চিত্র। বিসিবির নজর এবার ক্রিকেটারদের পাইপলাইন তৈরির দিকে।