দিশাহারা স্বজন, একটাই চাওয়া হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরে এক শিক্ষার্থীসহ নিহত হয়েছেন ৫ জন। যাদের গ্রামের বাড়িতে বাড়িতে এখনও শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিতে হারিয়ে দিশেহারা স্বজনরা। এমন মৃত্যু মেনে নিতে পারছেন কেউই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনহারা পরিবারগুলো।