মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যের আকাশে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কেননা রজবের পর আসবে শা’বান মাস, আর তারপরই রমজান। এবার যদি রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। খবর গালফ নিউজের।