ট্রাম্প সমর্থককে প্রতিদিন ১০ লাখ ডলার দেয়ার কার্যক্রমে আইনি ঝামেলায় ইলন মাস্ক
আগামী ৫ নভেম্বর হতে যাওয়া মার্কিন নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিন বিশেষ লটারির মাধ্যমে একজন ট্রাম্প সমর্থককে ১০ লাখ ডলার করে দেয়ার কার্যক্রম শুরু করে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প-সমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি 'আমেরিকা প্যাক' এর মাধ্যমে দেয়া হচ্ছে এসব অর্থ। এ অবস্থায় অতিদ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে মার্কিন ধনকুবেরের এসব কার্যক্রম তদন্তের আহ্বান জানিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর।