আমের-মুকুল
চৈত্রের বৃষ্টিতে খুশি রাজশাহীর আম চাষিরা
রাজশাহীর অন্যতম একটি প্রধান অর্থকরী ফসল আম। প্রতিবছর আঞ্চলিক অর্থনীতিতে বড় অংকের অর্থের যোগান দিয়ে থাকে এ আম। এ বছর বাগানগুলোতে আশানুরূপ মুকুল না এলেও চৈত্রের বৃষ্টিকে আর্শীবাদ মনে করছেন আম চাষিরা।
বিলম্বিত হতে পারে আমের মৌসুম
গবেষকরা বলছেন, এবছর আমের মৌসুম বিলম্ব হওয়ার পাশাপাশি মুকুল কমতে পারে ৩০ শতাংশ। আর ফলন কমলে বাড়তে পারে আমের দাম।