হাতকড়া না পরানোর অনুরোধ শাজাহান খানের
রাষ্ট্রপক্ষের বিরোধীতা
আদালতে শুনানি চলাকালীন সময়ে সাবেক মন্ত্রী শাজাহান খান বিচারকের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আদালতে আমরা যারা উপস্থিত আছি সবাই কয়েকবারের এমপি ও মন্ত্রী। আমার বাবাও এমপি ছিলেন। আমাদের হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হচ্ছে। যা আমাদের জন্য লজ্জার। তাই আমাদের হাতকড়া না পরানোর অনুরোধ।'