ঢাকা মেডিকেলের আইসিইউতে পড়ে আছে নাম পরিচয়হীন এক তরুণ
দীর্ঘ ১৩ দিন ধরে ঢাকা মেডিকেলের আইসিইউতে পড়ে আছে নাম পরিচয়হীন এক তরুণ। সাম্প্রতিক সহিংসতায় এক চোখ ও স্মৃতিশক্তি হারানো তরুণের চিকিৎসা হলেও স্বজনদের সন্ধান মিলছে না। খানিক সুস্থ হওয়া আহত তরুণকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।