এ বছর পৃথিবীতেই ফেরা হবে না দুই নভোচারীর!
আট দিনের অভিযানে গিয়ে হলো হিতে বিপরীত। চলতি বছর আর পৃথিবীতেই ফিরতে পারবেন না ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিলেও, কবে নিরাপদে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে, এখন পর্যন্ত তা জানাতে পারেনি নাসা। ধারণা করা হচ্ছে, পৃথিবীতে ফিরতে দুই মহাকাশচারীর অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। তাদেরকে সুস্থ ও নিরাপদে রাখতে এরইমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার ও অন্যান্য উপকরণ পাঠিয়েছে নাসা।