আগামী সপ্তাহে খুলে দেয়া হবে টিটি পাড়া আন্ডারপাস
আসছে সপ্তাহে খুলে দেয়া হবে টিটি পাড়া আন্ডারপাস। প্রায় দুই বছরের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হতে যাচ্ছে। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এই আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।