বিশ্ব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর অবদানও কম নয়। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির বড় একটি অংশে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছে নারীর পরিশ্রম ও অনুশীলনের ওপর ভিত্তি করে। তবে, কালে কালে সেই ভূমিকার স্বীকৃতি থেকে বঞ্চিত নারী। যুগ যুগ ধরে কৃষি ক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামীণ নারীরা। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি কাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরী নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।