প্রত্যাশিত ইলিশ মিলছে না জালে
জাটকা রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুকভরা স্বপ্ন নিয়ে ইলিশ শিকারে নদীতে নেমেছেন ভোলার জেলেরা। তবে অব্যাহত তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে জেলেদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাঁদের জালে মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। কিভাবে সংসার আর ঋণের কিস্তি পরিশোধ করবে তা নিয়ে দুঃশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে।