আজারবাইজান-এয়ারলাইন্স-কর্তৃপক্ষ

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত: জরুরি অবতরণের স্থান বদলানোই কী দুর্ঘটনার কারণ?

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে কাজাখ প্রসিকিউটর অফিসের সাথে যৌথভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বুধবার সংবাদ সম্মেলনে আজারবাইজানের প্রসিকিউটর অফিসের প্রতিনিধি জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এত আগেভাগে কোনো মন্তব্য করা উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়ার ছাড়াও পাখির ঝাঁকের সাথে বিমানের আঘাত লাগার কারণে পাইলট দ্বিতীয় দফায় জরুরি অবতরণের স্থান বদলানোর সিদ্ধান্ত নেন। আর এ থেকেই দুর্ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।