আইসিজি

বিদ্রোহীদের আগ্রাসী আক্রমণে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রাখাইন

মিয়ানমার জান্তা বাহিনীর হাত থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য দখলের দ্বারপ্রান্তে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (২৭ আগস্ট), আন্তর্জাতিক থিংক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে দাবি করা হয়, বিদ্রোহীদের আগ্রাসী আক্রমণে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে রাখাইন। যদিও, আরাকান আর্মির বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের গুরুতর সব অভিযোগ আনা হয় ওই প্রতিবেদনে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সেনা নিপীড়নের শিকার রোহিঙ্গাদেরই এখন নিজেদের দলে যুক্ত করছে মিয়ানমার জান্তা বাহিনী।