অ্যানথ্রাক্স: লক্ষণ, কীভাবে ছড়ায় ও চিকিৎসা
অ্যানথ্রাক্স বা তড়কা রোগ তীব্র ও গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস (Bacillus anthrasis) নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এ রোগ আমাদের দেশে নতুন কিছু নয়। এর আগে বহুবার এ রোগ ছড়িয়ে পড়েছে এবং প্রায় সময়ই এর সংক্রমণের খবর পাওয়া যায়। শুধু গবাদি পশুই নয়, কখনও কখনও মানুষও এ রোগে আক্রান্ত হচ্ছেন। অসুস্থ পশু জবাই করা বা তার মাংস সংগ্রহ ও বিক্রি থেকে বিরত থাকা জরুরি।