সশস্ত্রবাহিনী বিভাগ, বিপসট ও জেনেভা সেন্টারের উদ্যোগে জেন্ডার বায়াস বিষয়ক ওয়ার্কশপ
বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভর্ন্যান্সের যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াসের ওপর ট্রেইনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।