জঙ্গি নাটক সাজিয়ে গুম, রিমান্ডের নামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন আর বিচারবহির্ভূত হত্যায় সিদ্ধহস্ত আলেপ উদ্দিন ছিলেন র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার। তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আস্থাভাজন হওয়ায় শেখ হাসিনার হাতে পেয়েছিলেন পিপিএম ও বিপিএম পদক। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে আলেপের হাতে নির্যাতিতরা মুখ খুলতে শুরু করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।