আফ্রিকাকে ৫১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি চীনা প্রেসিডেন্টের
আফ্রিকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অংশ হিসেবে আগামী তিন বছরের ৫১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে চলমান চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষক সম্মেলন এ প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টিকে ঋণের ফাঁদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে চীন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা আদায়ের পথে এগুচ্ছে কি-না তা নিয়েও প্রশ্ন উঠেছে।