ভারতীয় অর্থনীতির রূপকার থেকে রাজনৈতিক নেতা মনমোহন সিং
১৪০ কোটি মানুষের দেশ ভারতের দুই মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন সদ্য প্রয়াত রাজনীতিবিদ ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং। দেশের অর্থমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অর্থনীতিবিদ। ১৯৯১ সালে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ভারতের অর্থনীতিকে উদ্ধার করেছিলেন সেসময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা মনমোহন সিং। পাকিস্তানে জন্ম নেয়া অসাধারণ এই ব্যক্তিত্ব ছিলেন ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী।