টিউলিপের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে সর্বসাকুল্যে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামে। বিবিসি জানায়, তদন্ত প্রতিবেদন বলা হচ্ছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়িয়ে টিউলিপের পরিবার এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে।