১৫৬টি স্যাটেলাইট নিয়ে 'অরবিটাল গার্ডিয়ান' তৈরির পরিকল্পনা চীনের
দেড়শোর বেশি স্যাটেলাইট নিয়ে ‘অরবিটাল গার্ডিয়ান’ তৈরির পরিকল্পনা করছে চীন। মূলত মহাকাশের পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ‘অরবিটাল গার্ডিয়ান’ স্থাপন করছে চীন। এটি মহাকাশে সংঘর্ষ এড়ানোর জন্য স্পেস ডেব্রিস বা মহাকাশ বর্জ্যের ট্র্যাকিংয়ের ওপর জোর দিচ্ছে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের বরাতে এমনটাই জানা গেছে।