এক দশকের সবচেয়ে তীব্র দাবদাহের কবলে যুক্তরাষ্ট্র
এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশের বড় অংশে তাপমাত্রা সতর্কতার আওতায় সাড়ে সাত কোটির বেশি মানুষ। টানা পাঁচদিন এসব অঞ্চলে তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সোমবার থেকে একই পরিস্থিতি প্রতিবেশি কানাডাতেও। সতর্কতা জারি রয়েছে অন্টারিও-কুইবেকসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে। উত্তাপ বাড়ছে সুদূর ইউরোপেও।