রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে রাষ্ট্র সংস্কার। সংস্কার শব্দটি যতটা জনপ্রিয় হয়ে উঠেছে ততটাই গুরুত্ব এখন জাতীয় পর্যায়ে। তবে সংস্কারের যে আলোচনা সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব কতটা জনবান্ধব? আর রাজনৈতিক দলগুলোর সব প্রত্যাশা পূরণ এ সরকারের পক্ষে কতটা সম্ভব? বিশ্লেষকরা মনে করছেন, সংস্কারের অগ্রগতির ধারা ও পদ্ধতির সূচনা এ সরকারকেই করতে হবে। এগিয়ে যেতে হবে সব পক্ষের মত নিয়ে।