অ্যালুমিনিয়াম টাওয়ারে ব্যয় সাড়ে চার মিলিয়ন ইউরো!
অলিম্পিক গেমসের জন্য চলতি বছরের জুলাইয়ে শুরু হয় এক বছরের দিন গনণা। দেখতে দেখতে সে সময় শেষের কাছাকাছি এলেও এখনও পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে পারেনি অলিম্পিকস কর্তৃপক্ষ। সার্ফিং গেমসের জন্য সাগরে অ্যালুমিনিয়াম টাওয়ার বসানো নিয়ে মুখোমুখি অবস্থানে আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশন ও আইওসি।