ইসরাইল-লেবানন ছায়াযুদ্ধের ৪০ বছর
গোপন অভিযান আর হত্যাযজ্ঞ চালাচ্ছে মোসাদ
ইসরাইল আর লেবাননের ছায়াযুদ্ধের ইতিহাস ৪০ বছরের। সাম্প্রতিক সময়ে তা জনসমক্ষে এসেছে লেবাননে ইসরাইলি হামলায় প্রায় ৬শ' মানুষ নিহতের পর। দুই দশকের মধ্যে এটাই লেবাননে তেল আবিবের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের এই সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে গোপন অভিযান আর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদও।
ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ'র জ্যেষ্ঠ কমান্ডারসহ নিহত ১৪
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহ'র জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তারা ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করতে বৈঠক করছিলেন বলে দাবি করছে ইসরাইল। এমন পরিস্থিতিতে ১১ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইল হিজবুল্লাহ সংঘাত উত্তেজনা চরম পর্যায় পৌঁছেছে। এদিকে, ইসরাইল-হিজবুল্লাহ চলমান উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।