বয়স ৩২ পেরোনোর আগেই যেসব কাজ করা উচিত
বয়স ৩০ পেরোনোর পর মানুষের মাঝে বিভিন্ন ধরণের মানসিকতা দেখা যায়। এসময় কেউ তাদের ক্যারিয়ার গড়ার দিকে অত্যন্ত মনোযোগী হন, কেউ পরিবার এবং সন্তানের সাথে স্থায়ী হতে চান, কেউ তাদের জীবন উপভোগ করেন স্রোতের হাওয়ার সাথে, আবার কেউ কেউ শক্ত সামাজিক জীবন, সুস্বাস্থ্য, প্রেমময় সম্পর্ক এবং পাশাপাশি আর্থিকভাবেও স্বাধীন হওয়ার পথে অনেকদূর এগিয়ে যান। বয়স ৩০ বছর পার হতেই বিভ্রান্তি এবং চাপ আপনাকে স্বাচ্ছন্দ্য থেকে নিজেকে দূরে ঠেলে দেয়।