দুই বছর যাবত বন্ধ চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিট
দুই বছর ধরে বন্ধ চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ৫০ মেগাওয়াট স্টিম টারবাইন ইউনিট। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অর্ধেকে নেমেছে ১০০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন ইউনিটের উৎপাদন। সংশ্লিষ্টরা জানান, স্টিম টারবাইন ইউনিট চালু না হওয়ায় একদিকে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে বাড়ছে গ্যাস টারবাইনের উৎপাদন খরচ। সংকট সমাধানে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।