হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন; অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উন্মোচন
টানা ১৭ বছর ধরে বিশ্বের ১ নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার। ব্র্যান্ডটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করলো তাদের ২০২৬ সালের পার্টনার কনভেনশন। ‘প্লে উইথ দ্য নাম্বার ওয়ানস’ এ থিমটিকে সামনে রেখে আয়োজিত এ মিলনমেলায় একত্রিত হয়েছিলেন সারা দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেকহোল্ডাররা।