হামাস-মুক্ত

বিলম্বিত হচ্ছে অস্ত্রবিরতি কার্যকর, ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন গাজাবাসী

হামাস মুক্ত হতে যাওয়া বন্দিদের তালিকা প্রকাশ না করলে কোন যুদ্ধবিরতি নয়- ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন শর্তের পর তিন বন্দির নাম প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সঙ্গে সাময়িক স্বাধীনতা উদযাপনে রাস্তায় নেমেছে তারা। কিন্তু গাজাবাসী আশায় বুক বেঁধে থাকলেও সেই আশায় যেন গুড়েবালি। এতো চেষ্টার পরও শেষমুহূর্তে এসে বিলম্ব হচ্ছে অস্ত্রবিরতি কার্যকর। এদিকে, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় গাজায় হামলা শুরু করেছে আইডিএফ। এরমধ্যেই ঝুঁকি নিয়েই ঘরে ফেরার চেষ্টা করছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা।