মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়কে বিক্ষোভ, স্মারকলিপি জমা
কলিং ভিসা থাকলেও মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভের পর ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন কর্মীরা। এসময় কর্মীরা সেখানে অবস্থান করেন তারা। পরে প্রবাসীকল্যাণের সচিব জানান, মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর মধ্যে ৮১ শতাংশকে টাকা ফেরত দিয়েছে রিক্রুটিং এজেন্সি। বাকিদের মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি।