বিএসটিআইএর নকল লোগো ব্যবহার অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআইএ'র নকল লোগো ব্যবহার করার অপরাধে ফেনীর হক ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ২৪ মার্চ) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।